Top Newsবাসনের দোকানে ভয়াবহ চুরি, তদন্তে pukish

বাসনের দোকানে ভয়াবহ চুরি, তদন্তে pukish

নিজস্ব প্রতিবেদক: পুজোর আগে জনবহুল এলাকায় রাস্তার ধারে একটি বাসনের দোকানে ভয়াবহ চুরি হয়ে গিয়েছে। চোরের দল নগদ দুই লক্ষ টাকা সহ প্রচুর বাসনপত্র নিয়ে পালিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির খাকুরদা এলাকায়। এই ব্যাপারে দোকান মালিক সোমনাথ সাঁতরা জানিয়েছেন চোরের দল দোকানের তালা সহ কাঠের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে লকারের পাশে থাকা নগদ দুই লক্ষ টাকা ও ৪০ কেজির মত বাসনপত্র হাতিয়ে নিয়ে বেপাত্তা হয়ে গিয়েছে।

তিনি বললেন ” বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ আমা দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। রাত পৌনে বারটা নাগাদ পাশের দোকান থেকে একজন ফোন করে জানতে চায় আমি দোকানে রয়েছি কিনা। আমি না বলার পর তিনি জানান দোকান থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। তখন আমি তাঁকে বলি বিড়াল টিড়াল হয়ত ঢুকেছে। আমি অতটা গুরত্ব দিই নি। কারন আমি ভাবতে পারিনি পুলিশের টহলদারির মধ্যে কেউ দোকানের তালা সহ কাঠের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে চুরি করে পালাবে। কিন্তু ভুল ভাঙ্গে এইদিন সকালে দোকানে পৌঁছানোর পর। এসে দেখি আমার চরম সর্বনাশ হয়ে গিয়েছে।” তিনি জানিয়েছেন অতগুলি টাকা দোকানে রেখেছিলেন পাওনাদারদের দেওয়া সহ আরও কিছু আনুসঙ্গিক খরচার জন্য। এদিকে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কেউ ধরা পড়ে নি। তবে ঘটনার জেরে এই এলাকায় অন্যান্য দোকান মালিক ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।