Top Newsআর জি কর মেডিক্যাল কলেজে হাত কেটে আত্মহত্যার চেষ্টা নার্সিং স্টাফের

আর জি কর মেডিক্যাল কলেজে হাত কেটে আত্মহত্যার চেষ্টা নার্সিং স্টাফের

নিজস্ব প্রতিনিধি: আর জি কর মেডিক্যাল কলেজে হাত কেটে আত্মহত্যার চেষ্টা করলেন তরুণী নার্সিং স্টাফ। হাসপাতাল সূত্রে খবর, আর জি কর মেডিক্যাল কলেজের মধ্যে যে নার্সিং হস্টেল রয়েছে, সেখানেই থাকতেন ওই তরুণী। শনিবার গভীর রাতে তিনি ধারালো কিছু দিয়ে হাতের শিরা কেটে ফেলেন। তাঁর পাশের ঘরের আবাসিকরা দেখতে পান রক্তে ভেসে যাচ্ছে মেঝে, তরুণী অচৈতন্য অবস্থায় শুয়ে। তাঁরাই দ্রুত খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আপাতত আর জি কর মেডিক্যাল কলেজে ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন ওই তরুণী। এই ঘটনার পর শোরগোল পড়ে গিয়েছে হাসপাতালে। ওই তরুণী পুরুলিয়ার বাসিন্দা। হাসপাতালে নার্সিং হস্টেলে তিনি বন্ধুদের সঙ্গে একাই থাকতেন। সূত্রের খবর, যে ঘরে তিনি থাকতেন, সেই ঘরের রুমমেটদের সঙ্গে তাঁর কিছুদিন আগে বচসা হয়। ওই তরুণী রাত পর্যন্ত জেগে পড়াশোনা করতেন। ঘরে আলো জ্বালানো নিয়ে তাঁর সঙ্গে ঝামেলা হয় রুমমেটদের। শনিবার রাতেও নতুন করে অশান্তি হয়। হস্টেলের অন্য আবাসিকরা মনে করছেন, ঝগড়ার জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তরুণী। হস্টেলের অন্য আবাসিকদের বক্তব্য, “রাতে পড়ার জন্য ঘরে আলো জ্বালিয়ে রাখা নিয়ে প্রায়ই অশান্তি হত। সেই নিয়ে নার্সিং কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ জানিয়েছিলেন তরুণী।” যদিও তরুণীর দাবি, অভিযোগ জানিয়ে লাভ হয়নি। উল্টে নার্সিং কর্তৃপক্ষ তাঁর উপরেই দোষারোপ করেন। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তরুণী। হস্টেলের অন্য আবাসিকরা জানিয়েছেন, কয়েকদিন ধরেই কারও সঙ্গে কথা বলছিলেন না তিনি। কিন্তু এমন সিদ্ধান্ত যে নেবেন, তা ঘুণাক্ষরেও টের পাননি তাঁর রুমমেটরা। হাসপাতালের পক্ষ থেকে তাঁর কাউন্সেলিংয়ের বন্দোবস্ত করা হয়েছে।