Top NewsEXCLUSIVE: উল্টোডাঙ্গায় দুই বাসের রেষারেষি, ওভারটেক করতে গিয়ে অন্য একটি বাসের সঙ্গে...

EXCLUSIVE: উল্টোডাঙ্গায় দুই বাসের রেষারেষি, ওভারটেক করতে গিয়ে অন্য একটি বাসের সঙ্গে সংর্ঘষ! গুরুতর আহত ১

নিজস্ব সংবাদদাতাঃ ব্যস্ত সময়ে দুই বাসের মধ্যে রেষারেষি করতে গিয়ে দুর্ঘটনা। ওভারটেক করতে গিয়ে অন্য একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটল উল্টোডাঙ্গার মুচিবাজার এলাকায়। দুই বাসের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন এক মহিলা। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বেলা প্রায় এগারোটা নাগাদ বাস একে অপরের সঙ্গে রেষারেষি শুরু করে। দু’টি বাসই একই রুটের। তাই যাত্রী তোলার জন্য তাড়াহুড়ো করতে থাকে বাস দু’টি। একটা সময় একটি বাস অন্য বাসকে ওভারটেক করে এগিয়ে যেতে চায়। সেই সময়ে রাস্তা পারাপার করছিলেন এক মহিলাকে ধাক্কা মারে একটি বাস। ঘটনায় রাস্তায় ছিটকে পড়ে ওই মহিলা রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে ছটফট করছে আহত ওই মহিলা। ইতিমধ্যে আহত ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।ঘটনা ইতিমধ্যে উল্টোডাঙ্গা মুচিবাজার সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে পথ চলতি সাধারণ মানুষ। ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, প্রতি দিনই যাত্রী তোলা নিয়ে এই রুটের বাসগুলি এমন রেষারেষি করে। ফাঁকা রাস্তায় বাসের গতিও খুব বেশি থাকে। চালক, কন্ডাক্টারদের বলা হলেও কেউ কথা শোনেন না।