নিজস্ব প্রতিনিধি: পণ্য বোঝাই চলন্ত লরিতে আগুন, যার জেরে ৬০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বাংরিপোসি এলাকায়। সূত্রে জানা গিয়েছে, উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বাংরিপোসি একটি পণ্য বোঝাই লরি ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল। সেই সময় হঠাৎই সামনে একটি বাইক চলে আসায়। বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে, সজোরে ব্রেক করেন চালক।
তখনই আচমকাই গাড়িতে দাউ দাউ করে জ্বলে উঠে আগুন। মুহূর্তের মধ্যে পুরে ছাই হয়ে যায় লরিটি। পরবর্তীতে দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরে এই ঘটনা ঘটেছে।