Top NewsSABANG: বাঁশের সাঁকো থেকে কেলেঘাই নদীতে পড়ে জলে ডুবে পৌঢ়ার মৃত্যু

SABANG: বাঁশের সাঁকো থেকে কেলেঘাই নদীতে পড়ে জলে ডুবে পৌঢ়ার মৃত্যু

নিজস্ব সংবাদদাতাঃ সবংয়ে (SABANG) মর্মান্তিক দুর্ঘটনা। বাঁশের অস্থায়ী সাঁকো থেকে নদীতে পড়ে মৃত্যু হলো এক পৌঢ়ার। মৃতের নাম সাবিত্রী বর্মণ। বয়স ৫৫ বছর। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত ৬ নং চাউলকুড়ি অঞ্চলের সুন্দরপুর এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,আজ অর্থাৎ বুধবার (২২.০১.২০২৫) সকালে সাবিত্রী বর্মণ নামে ওই পৌঢ়া সুন্দরপুর এলাকার তেতুলুলিয়া গ্রামে কেলেঘাই নদীর উপর থাকা অস্থায়ী সাঁকোর উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় হোঁচট খেয়ে কেলাঘাই নদীতে পড়ে যায়। সাঁতার কেটে উপরে উঠার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। সেখানেই তার মৃত্যু হয়।
পরবর্তীতে এই খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে ওই পৌঢ়াকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে ওই পৌঢ়ার মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু  করে তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ।