Top Newsফোন ব্যবহারকারীর তথ্য যাচ্ছে চিনে, ভারতীয় গ্রাহকদের সতর্ক করলেন Samsung সিইও
ফোন ব্যবহারকারীর তথ্য যাচ্ছে চিনে, ভারতীয় গ্রাহকদের সতর্ক করলেন Samsung সিইও
SBN: নিরাপত্তার প্রশ্নে চিনা স্মার্টফোনের উপর ভরসা করা যায় না। তাই, চিনের কোনও সংস্থার তৈরি মোবাইল বা স্মার্টফোন কেনার আগে ভারতীয় ক্রেতাদের আরও সচেতন হওয়া উচিত! কার্যত এই বার্তাই দিলেন দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা স্যামসাংয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়া শাখার সিইও জে বি পার্ক।
ইকোনমিক টাইমস-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আমেরিকার সান জোসে স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলেন পার্ক। সেই সময়েই সরাসরি চিনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলিকে নিশানা করেন তিনি।
সংশ্লিষ্ট চিনা সংস্থাগুলির বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন স্যামসাং কর্তা। তাঁর স্পষ্ট বার্তা, ভারতে স্মার্টফোন ব্যবহারকারীরা যখন ওই সমস্ত স্মার্টফোনে ইন্টারনেটের মাধ্যমে কোনও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, তখন কি আদৌ ওই চিনা স্মার্টফোনগুলির উপর পুরোপুরি ভরসা করা যায়? ভারতীয় গ্রাহকদের প্রতি জে বি পার্কের বার্তা, ভারতীয় গ্রাহকরা যখন স্মার্টফোনে তাঁদের ব্যক্তিগত এবং গোপন তথ্য ভরে রাখবেন, তার আগেই তাঁদের খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে যে কোন সংস্থার তৈরি স্মার্টফোনকে তাঁরা এই বিষয়ে সম্পূর্ণ ভরসা করতে পারেন।