Top Newsপথ দুর্ঘটনায় প্রেমিকের মৃত্যুর খবর সইতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী...

পথ দুর্ঘটনায় প্রেমিকের মৃত্যুর খবর সইতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী প্রেমিকা

নিজস্ব সংবাদদাতাঃ পথ দুর্ঘটনায় প্রেমিকের মৃত্যু, সেই খবর সইতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী প্রেমিকা। নাম পূজা রায়, বেতাই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে তেহট্ট থানার বেতাই উত্তরজিতপুর তাবুপাড়ায়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সরস্বতী পুজোর দিন ঠাকুর দেখে ফেরার পথে পথদুর্ঘটনায় যে চার বন্ধুর মৃত্যু হয় তাদের মধ্যে একজনের সঙ্গে পূজার প্রেমের সম্পর্ক ছিল। দুর্ঘটনায় প্রেমিকের মৃত্যু কোনওভাবেই মেনে নিতে পারছিল না পূজা। সেই দিন থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিল। যে কারণে পরিবারের পক্ষ থেকে পূজাকে কখনও একা থাকতে দিত না। দুর্ঘটনার কিছু আগে বড় বোন টিউশন পড়তে চলে যায়, মা ব্যক্তিগত কাজে কিছু সময়ের জন্য বাড়ির বাইরে যান। বাবা মঙ্গল রায় দেশের বাইরে কাজ করেন। দাদাও বাড়িতে ছিল না।
এই সময়ে পূজার সঙ্গে থাকা বাড়ির পাশে এক নিকটাত্মীয়র কাছ থেকে কিছু একটা কিনে খাবে বলে কুড়ি টাকা চেয়ে নেয়, এই সুযোগে টাকা নিয়ে সোজা তার ফাঁকা বাড়িতে ঘরের দরজা আটকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। সঙ্গে সঙ্গে তাঁর নিকট আত্মীয় তাঁর খোঁজ না পেয়ে বাড়িতে গিয়ে দেখে ঘরের ভিতর থেকে খিল লাগানো। ডাকাডাকি করে দরজা না খুললে ভেঙে ভিতরে গিয়ে দেখতে পায় সিলিংয়ের সঙ্গে ঝুলছে। ঝুলন্ত অবস্থায় থেকে নামিয়ে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। মেয়ের মৃত্যুর পর পূজার মা পায়েল রায় বারবার জ্ঞান হারাচ্ছেন। আত্মহত্যার খবর পেয়ে বাড়িতে এসে দেখেন সব শেষ। দেহটি উদ্ধার করেছে তেহট্ট থানার পুলিশ।