নিজস্ব সংবাদদাতা: চুরির শাস্তির রূপে আটকে রাখা হল ‘চোরে’দের। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের এক নম্বর ভবানীপুর অঞ্চলের বাগুয়ান এলাকায় চোরেদের গণধোলায় দিয়ে এলাকার মানুষ বেঁধে স্কুলের ভিতর আটকে রাখলেন। এলাকায় চুরির ঘটনায় হাতেনাতে ধরা পড়ে শাস্তি পেতে হলো চোরেদের।
জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বুধবার ভবানীপুর অঞ্চলের বাগুয়ান এলাকায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে দুইজন। তাদেরকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে। তারপর ফের আজ বৃহস্পতিবার ওই এলাকায় বেশ কয়েকজন চুরি করতে যায়। সেই সময় স্থানীয় এলাকাবাসীর হাতে ধরা পড়তেই শুরু হয় গণধোলাই। তারপর স্থানীয়রা একটি স্কুলের ভিতর আটকে রাখেন অভিযুক্তদের। ঘটনায় গুরুতর আহত হয় একজন।
এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় ডেবরা থানার বিশাল পুলিশ বাহিনী সহ খড়গপুর ও ডেবরার এসডিপিও। অভিযুক্তদের এলাকা সরিয়ে আনার সময় ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি আটকে ধরে। এর পাশাপাশি চোরেদেরকে এলাকাবাসীদের সামনে জিজ্ঞাসাবাদের আর্জি জানানো হয়। আর সেই আবেদন ঘিরেই রীতিমত উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়।
ইতিমধ্যে আরো চারজনকে আটক করেছে ডেবরা থানার পুলিশ। আহতকে চিকিৎসার জন্য ডেবরা হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকা উত্তপ্ত রয়েছে, ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ আধিকারিকরা।
BREAKING: ডেবরায় চোরেদের পাকড়াও করে গণধোলাই এলাকাবাসীর! আহত ১, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী
![](https://www.sbnnews.in/wp-content/uploads/2024/01/800-x-220.jpg)