Top NewsBREAKING: কেশিয়াড়িতে জাতীয় সড়কে মালবোঝায় টোটোর পিছনে ডাম্পারের ধাক্কা, আহত ৩
BREAKING: কেশিয়াড়িতে জাতীয় সড়কে মালবোঝায় টোটোর পিছনে ডাম্পারের ধাক্কা, আহত ৩
নিজস্ব সংবাদদাতাঃ জাতীয় সড়কে মালবোঝাই টোটোর পিছনে ডাম্পারের ধাক্কায় আহত হলেন তিনজন। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার অন্তর্গত কলাবনি এলাকায়। 
সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে একটি টোটো মালবোঝাই করে দাঁতনের দিকে যাচ্ছিল। সেই সময় কলাবনি এলাকায় বেলদার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে টোটোতে। ঘটনায় দুমড়ে মুছড়ে যায় টোটোটি।

টোটো থেকে ছিটকে পড়ে যান তিনজন যাত্রী। তড়িঘড়ি এই খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা গিয়ে তাদেরকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। ঘটনার পর বেশ কিছুক্ষন জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরবর্তীতে কেশিয়াড়ি থানার পুলিশ এসে যানজট মুক্ত করে।