Top NewsBREAKING: ভোররাতে দিল্লিতে ভূমিকম্প, আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় সাধারণ মানুষ

BREAKING: ভোররাতে দিল্লিতে ভূমিকম্প, আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় সাধারণ মানুষ

SBN NEWS: বছরের শুরু থেকেই একের পর এক ভূমিকম্প বিশ্বের নানা প্রান্তে। সোমবার ভোররাতে কেঁপে উঠল নয়াদিল্লি। কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ ভীত হয়ে নিজেদের প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। সোমবার ভোর প্রায় ৫টা ৩৬ নাগাদ তীব্র ভূকম্পন অনুভূত হয় নয়াদিল্লি সহ সংলগ্ন অঞ্চল ও উত্তর ভারতের বেশ কিছু এলাকায়। জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দিল্লির ধৌলাকুঁয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪। গত ২৫ বছরে এমন ঘটনা ঘটেনি বলেই দাবি রাজধানীর বাসিন্দাদের।