Top NewsAccident: অনুষ্ঠান শেষে ফেরার পথে পিংলায় দুর্ঘটনার কবলে যাত্রা দলের একটি বাস, আহত...

Accident: অনুষ্ঠান শেষে ফেরার পথে পিংলায় দুর্ঘটনার কবলে যাত্রা দলের একটি বাস, আহত ৩

খড়গপুর: অনুষ্ঠান শেষে ফেরার পথে  দুর্ঘটনার কবলে যাত্রা দলের একটি বাস। জখম ৩ জন। শুক্রবার সকালে  পিংলা থানার মন্ডলবাড় এলাকায় এক পথ দুর্ঘটনা ঘটে। ডেবরার ডিঙ্গল এলাকা থেকে যাত্রানুষ্ঠান শেষ করে পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় যাওয়ার পথে যাত্রাদলের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যাত্রাদলের বাসটি পিংলা থানার মুন্ডুমারি হয়ে ময়নার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি লরি পিংলা থেকে মুন্ডুমারির দিকে যাচ্ছিল। মন্ডলবাড় এলাকায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।  যার ফলে বাসের চালক সহ মোট তিনজন জখম হন। আহতদের দ্রুত পিংলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসে থাকা এক শিল্পী জানান, “গতকাল রাতে ডেবরার ডিঙ্গলে আমাদের যাত্রানুষ্ঠান ছিল। আজ ময়নার হোগলাবাড়িতে আরেকটি যাত্রানুষ্ঠান থাকায় আমরা সকালেই রওনা হয়েছিলাম। কিন্তু হঠাৎ করে লরিটি বেপরোয়া গতিতে এসে আমাদের বাসে ধাক্কা মারে। এতে আমাদের দুজন জখম হয়েছেন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পিংলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে লরির চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। পুলিশ তার সন্ধানে তল্লাশি শুরু করেছে। এই দুর্ঘটনার ফলে ময়নার হোগলাবাড়িতে অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দুর্ঘটনার শিকার যাত্রাশিল্পীদের সুস্থতা কামনা করছেন এবং পুরো ঘটনার সঠিক তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।