General NewsDANTAN: দাঁতনে নাবালিকা বিয়ে রুখতে সচেতনতা শিবির
DANTAN: দাঁতনে নাবালিকা বিয়ে রুখতে সচেতনতা শিবির
By sbnnews
29
বেলদাঃ নাবালিকা বিয়ে ও অল্প বয়সে গর্ভধারণ রোধ করতে সচেতনতা প্রোগ্রামের আয়োজন করলো প্রশাসন। শুক্রবার দাঁতন ২ ব্লকের তালদা গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দরপুর এলাকায় এই সচেতনতা মূলক প্রোগ্রামের আয়োজন করা হয়। দাঁতন ২ ব্লক প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসনের যৌথ উদ্যোগে এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রূপশ্রী কন্যাশ্রী সহ মেয়েদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পোস্টার হাতে নিয়ে মিছিলে পা মেলালেন স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য সহায়িকা সহ এলাকার মানুষজন।


