ইন্দ্রজিৎ সাহু: ভয়াবহ অগ্নিকাণ্ড পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বাজার সংলগ্ন হৈপথ এলাকায়। শুক্রবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,হৈপথ এলাকায় অবস্থিত একটি ফলের দোকানে হঠাৎ আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো দোকান। ঘটনায় পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।
খবর ছড়িয়ে পড়তে আতঙ্কে ওই দোকানের আশেপাশের লোকজন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। পরবর্তীতে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে বিফল হন তারা। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় খড়গপুর দমকল ও ডেবরা থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ডেবরা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন।
দমকলের একটি ইঞ্জিনের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় পুরো ফল দোকান। সূত্রে জানা গিয়েছে,ওই দোকানে ফল পাকানোর জন্য কার্বাইড সহ যেসব দাহ্য পদার্থ রাখা হয়েছিল। সেই থেকে আগুন লেগেছে বলে অনুমান দমকলের। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর মিলেনি। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ আধিকারিকরা।
ডেবরায় রাতের আগুনে পুড়ল একটি দোকান, এলাকায় তীব্র চঞ্চল্য
