Top Newsদাঁতনে পথ দুর্ঘটনায় টোটোর এক মহিলা যাত্রীর মৃত্যু

দাঁতনে পথ দুর্ঘটনায় টোটোর এক মহিলা যাত্রীর মৃত্যু

খড়গপুর: একটি ট্র্যাক্টরের সঙ্গে সংঘর্ষে একটি টোটোর এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় দাঁতন থানার বরঙ্গী এলাকায় মোহনপুর -সোলপাট্টা সড়কে। পুলিশ জানিয়েছে মৃতের নাম গীতা জানা (৪৫)। বাড়ি দাঁতন থানার গড়গড়িয়া এলাকায়। জানা গিয়েছে মোহনপুর -সোলপাট্টা সড়কে একটি টোটোর সঙ্গে একটি ট্র্যাক্টরের সামান্য ধাক্কা হয়। তাতে নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি রাস্তার ধারে উল্টে যায়। জখম হন এই মহিলা যাত্রী। তাঁকে দ্রুত উদ্ধার করে মোহনপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।