নিজস্ব সংবাদদাতাঃ টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল চলন্ত ধান বোঝাই গাড়ি। সোমবার এই দুর্ঘটনাটি ঘটেছে পটাশপুর-তেমাথানি রাজ্য সড়কের সবং থানার অন্তর্গত বড়চাহারা বাজার এলাকায়। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর নেই।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পটাশপুরের দিক থেকে একটি পিকআপ ভ্যান ধান বোঝাই করে তেমাথানি দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, বড়চাহারা ব্রিজে পৌঁছতে চলন্ত ধান বোঝাই পিকআপ ভ্যানের পিছনের দুটি চাকা ফেটে যায় আচমকা। চালক ভ্যানের আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। তারপর এই গাড়িটি রাজ্য সড়কের উপর উল্টে যায়।
ঘটনার বিকট আওয়াজ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে। গাড়ির ভিতর থেকে চালককে উদ্ধার করে। তবে চালকের সিট বেল্ট থাকার কারণে চোট পাননি। চালক সুস্থ আছে বলে জানা গিয়েছে। এদিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে যায় সবং থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনার কারণ।
ACCIDENT: সবং-এর বড়চাহারা এলাকায় টায়ার ফেটে উল্টে গেল ধান বোঝাই গাড়ি! তারপর ?
