রাজ্যAccident: ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল পাঁচটি দোকান,এলাকায় তীব্র চাঞ্চল্য

Accident: ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল পাঁচটি দোকান,এলাকায় তীব্র চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা: শনিবার ভোরে নদীতে বালি তুলতে যাওয়ার পথে চলন্ত ডাম্পার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের পরপর পাঁচটি দোকান গুঁড়িয়ে দিল। এদিন ভোর পাঁচটা নাগাদ উত্তর দিনাজপুরের চোপড়ার কালাগজের মাছবাজার এলাকায় ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডাম্পারের চালক পলাতক। টিনচালার দোকানগুলোর ভাঙচুরের বিকট শব্দের আওয়াজে ঘুম ভেঙে সন্ত্রস্ত হয়ে পড়ে পাশ্ববর্তী বাসিন্দারা। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন আশপাশের লোকজনেরা। ঘাতক ডাম্পার আটকে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন অসহায় ছোট ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান অন্যান্য গ্রামবাসীরা। পৌঁছয় পুলিশ। দুর্ঘটনাস্থল থেকে নম্বর প্লেটহীন ডাম্পার উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সেইসঙ্গে পুলিশের তরফে দোকানের ক্ষতিপূরণের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন ব্যবসায়ীরা। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ডাম্পারের ধাক্কায় মুদির ও পানের দোকান এবং প্রসাধনীর দোকান-সহ পাঁচটি দোকান কয়েক মিনিটেই কার্যত ধূলিসাৎ হয়ে যায়। জীবিকার একমাত্র ভরসাস্থল লহমায় চুরমার হয়ে কার্যত নিঃস্ব হয়ে পড়েন দোকানদাররা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা থানার দ্বারস্থ হন। চোপড়ার আইসি সঞ্জয় দাস বলেন, “ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে। ডাম্পারের মালিকের খোঁজে তদন্ত শুরু হয়েছে।” ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যা নামতেই স্থানীয় নদী এলাকার কালাগজ, হাফতিয়াজ ও সোনাপুর রাজ্য সড়কে নম্বরহীন ডাম্পার ও লরির যাতায়াতের দৌরাত্ম্য বেড়ে যায়। রাত বাড়তেই বালি বোঝাই গাড়ি চলাচল আরও তীব্র হয়। পুলিশে অভিযোগ জানিয়েও যানবাহনের গতি থামেনি। অবৈধ ডাম্পার এবং লরি চলাচল বন্ধের পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণের দাবিতে অনড় ব্যবসায়ীদের তরফে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।