রাজ্যACCIDENT: দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ গুরুতর জখম ৩

ACCIDENT: দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ গুরুতর জখম ৩

নিজস্ব সংবাদদাতা: দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন তিনজন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার জলপাইগুড়ি জেলার মুনথুলি জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর দুটো নাগাদ একটি বাইকে করে তিনজন বেলাকোবা থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। অপর দিক একটি বাইকে করে জলপাইগুড়ির দিক থেকে বেলাকোবার দিকে যাচ্ছিল অন্য একজন।

সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গেই বাইক থেকে ছিটকে পড়ে যায় বাইক আরোহীরা। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা গুরুতর অবস্থায় আহত তিনজনকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে।

এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা আউটপোস্ট এর পুলিশ কর্মীরা। দুটি মোটর বাইককে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।