BlogOrissa: রাতের অন্ধকারে মন্দিরে দুঃসাহসিক ডাকাতি, লক্ষাধিক টাকার গয়না-সহ লুট নগদ টাকা

Orissa: রাতের অন্ধকারে মন্দিরে দুঃসাহসিক ডাকাতি, লক্ষাধিক টাকার গয়না-সহ লুট নগদ টাকা

ইন্দ্রজিৎ সাহু: রাতের অন্ধকারে শিব মন্দিরে দরজা ভেঙ্গে লক্ষাধিক টাকার গয়না ও নগদ টাকা সহ জিনিসপত্র লুটপাট করল ডাকাত দল। গতকাল মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উড়িষ্যার বালেশ্বর জেলার জলেস্বর থানার বাগপুঞ্চি এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলেস্বর থানার পুলিশ আধিকারিকরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উড়িষ্যার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই বাগপুঞ্চি গ্রামের শিবালয় মন্দির। গতকাল মঙ্গলবার গভীর রাতে এই মন্দিরে হানা দেয় ডাকাতরা। মন্দিরের দরজা ও তালা ভেঙে ঢুকে লুটপাট চালায় তারা। বুধবার ভোরে মন্দির খুলতে গিয়ে পুরোহিত ও স্থানীয়রা দেখেন, মন্দিরের তালা ভাঙ্গা ও ভিতরে সব জিনিসপত্র লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে।

এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় জমায় সাধারণ মানুষ। পরবর্তীতে এই খবর পেয়ে জলেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। মন্দির কমিটির লোকজন সূত্রে জানা গিয়েছে, শিবালয় মন্দিরের ভিতরের থাকা শিব ঠাকুরের সোনার গহনা থেকে শুরু করে,ঘণ্টি থালা-বাসন, অন্যান্য জিনিসপত্র ও মাইক সেট নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার জিনিসপত্র মন্দির থেকে লুট হয়েছে, এমনটাই দাবি করছেন এলাকার মানুষজন ও মন্দির কমিটির সদস্যরা।

তাদের অভিযোগ দিন কয়েক আগে পাশের গ্রামে একটি কালী মন্দিরের চুরির ঘটনা ঘটেছিল। কয়েকদিন পর আবার শিব মন্দিরে চুরির ঘটনা। বারবার চুরির ঘটনা ঘটছে কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। স্থানীয়দের দাবি অভিযুক্তদের দ্রুত খুঁজে বার করুক পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেফতার করা যায়নি।