SBN NEWS: গ্রামে কার কি সমস্যা হচ্ছে,কার অসুখ করেছে,কে অর্থের অভাবে সুচিকিৎসা করতে পারছে না, অর্থের অভাবে কোন ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারছে না,এমন সব সমস্যার সম্মুখীন হওয়া মানুষদের পাশে এসে দাঁড়ালো প্রাক্তন পড়ুয়ারা।
রবিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের হ্যামিস্টন স্কুলের ২০০২ বর্ষের মাধ্যমিকের প্রাক্তন পড়ুয়াদের উদ্যোগে,তমলুক মহকুমার অন্তর্গত দামোদরপুরের আনন্দ অনাথ আশ্রমের প্রতিশ্রুতি পূরণ করলেন প্রাক্তন পড়ুয়ারা। আশ্রমের দাবি মতো পড়ুয়াদের জন্য হারমোনিয়াম, ওয়াটার পিউরিফায়ার মেশিন এছাড়াও আশ্রমের ছাত্র-ছাত্রীদের বই খাতা সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এর পাশাপাশি ওই আশ্রমে সকলের জন্য দুপুরের খাওয়ার ব্যবস্থাও করা হয়। প্রাক্তন পড়ুয়ারা জানান প্রচলিত বিশ্বাস অনুযায়ী দান-সাহায্য করলে পুণ্য বৃদ্ধি হয়।
এর ফলে শুধু ইহজন্মই নয়, বরং পরজন্মেও এর পুণ্য ফল ভোগ করতে পারেন সেই ব্যক্তি। শাস্ত্র মতে মৃত্যুর পরও দান-দক্ষিণার পুণ্য ফল ভোগ করা যায়। পাশাপাশি দান-দক্ষিণা করলে দেবতারাও প্রসন্ন হন। এর পাশাপাশি তারা আগামী দিনেও মানুষের পাশে দাঁড়াবেন বলে জানিয়েছেন তারা। এদিকে এই উদ্যোগকে বাহবা জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।