নিজস্ব সংবাদদাতা: গরুও নিরাপদ নয় ভারতে। এবার গোয়ালে ঢুকে গরুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ৬ নং চাউলকুড়ি অঞ্চলের নেধুয়া গ্রামে। এই ঘটনায় মদন পড়িয়্যা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। বয়স ৫৮ বছর। বাড়ি নেধুয়া গ্রামে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,সবং থানার চাউলকুড়ি অঞ্চলের নেধুয়া এলাকার বাসিন্দা তপন পড়িয়্যা নামে ওই ব্যক্তির বাড়িতে ১০ মাসের গর্ভবতী গুরু ছিল। তাঁর অভিযোগ গতকাল মঙ্গলবার রাত প্রায় দশটা নাগাদ হঠাৎ করে গোয়াল ঘরের ভিতর থেকে গর্ভবতী গরুর আওয়াজ শুনতে পায় তপন বাবু। তখনই বাড়ির ভিতর থেকে গোয়াল ঘরে ছুটে যায় তপন পড়িয়্যা ও তার স্ত্রী। তারপর দেখেন প্রতিবেশী মদন পড়িয়্যা নামে ওই ব্যক্তি নগ্ন অবস্থায় গর্ভবতী গরুর উপর অপ্রাকৃতিক কাজকর্ম করছে। তখনই তপনবাবু অভিযুক্ত মদন পড়িয়্যাকে ধরতে গেলে সে এলাকা থেকে চম্পট দেয়।
পরবর্তীতে এই কথা অস্বীকার করে অভিযুক্ত মদন পড়িয়্যা। তারপরে গ্রামবাসীদের নিয়ে সবং থানা দারস্ত হন তপন পড়িয়্যা। ইতিমধ্যে সবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত মদন পড়িয়্যাকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় সংসদ আইন অনুযায়ী প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা আইনে মামলা করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চঞ্চল্য ছড়িয়েছে।