Top NewsExclusive: মধ্যযুগীয় বর্বরতা! চুরির প্রতিবাদ করায় অসহায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর হাত-পা ভেঙে...

Exclusive: মধ্যযুগীয় বর্বরতা! চুরির প্রতিবাদ করায় অসহায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর হাত-পা ভেঙে দেওয়া অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে,সবংয়ে তীব্র চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা: মধ্যযুগীয় বর্বরতা! এবার চুরির প্রতিবাদ করায় এক অসহায় পরিবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে বেধড়ক মারধর করে হাত-পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ১৩ নং বিষ্ণুপুর অঞ্চলের জগন্নাথ চক এলাকায়। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মানুষজন। প্রশাসনের কাছে তারা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর অঞ্চলের জগন্নাথ চক এলাকার দিন আনে দিন খায় পরিবারের একমাত্র সম্বল গুরুপদ বর্মন। বয়স ৩০ বছর। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী দেবে সে। বাবা হারা সন্তান,মানসিক ভারসাম্যহীন মা ও মামাকে নিয়ে একটি কুঁড়ে ঘরে থাকতেন। গত শনিবার অসহায় ওই যুবক গুরুপদ বাড়ি থেকে এলাকায় ভিক্ষা করতে বেরিয়ে যায়। সেই সময় তার বাড়িতে ছিল মানসিক ভারসাম্যহীন মা পঞ্চমী বর্মন ও মামা ক্ষুদিরাম বর্মন। সেই সুযোগেই এলাকার কয়েকজন দুষ্কৃতী বাড়ির ভিতরে ঢুকে টাকা পয়সা সহ বেশ কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে গুরুপদ এই ঘটনা জানতে পেরে এলাকায় গিয়ে প্রতিবাদ শুরু করে।

তখনই দুষ্কৃতীরা তার হাত পায়ে দড়ি বেঁধে বেধড়ক মারধর করে এবং হাত-পা ভেঙে দেয় বলে অভিযোগ। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ওই যুবককে উদ্ধার করে প্রথমে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। দুইদিন তার চিকিৎসা চলার পর আজ এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে গুরুপদ বর্মন নামে আহত ওই যুবককে এম্বুলেন্স করে নিয়ে এসে সবং থানায় দারস্ত হয়।

এদিকে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দা তথা বিষ্ণুপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌরহরি বেরা। তিনি বলেন,এই ঘটনা সত্যিই নাক্কারজনক। দিন আনে দিন খায়” পরিবারের একমাত্র সম্বল গুরুপদ বর্মন। যিশু খ্রীষ্টকে যেভাবে মারা হয়েছিল, ঠিক ওইভাবে গুরুপদর ওপর মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছে দুষ্কৃতীরা। তাদের বিরুদ্ধে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিক। এর পাশাপাশি ওর পরিবারের উপর যে সমস্ত দুষ্কৃতীরা আক্রমণ চালিয়েছে তাদের দ্রুততার সহিত পুলিশ খুঁজে বের করুক। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনা একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।