SBN: ফের আইআইটি খড়গপুরে এক ছাত্রের রহস্যমৃত্যু। রবিবার রাতে আইআইটির ছাত্রাবাস থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ নিয়ে স্পষ্ট ভাবে এখনও কিছুই জানা যায়নি। খুন না কি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অনিকেত ওয়ালকার। নেভাল আর্কিটেকচার অ্যান্ড ওশান ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিল। বাড়ি মহারাষ্ট্রে। গতকাল রবিবার রাতে জগদীশচন্দ্র বসু হলে ২১৪ নম্বর রুম থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান পড়াশোনার চাপে ওই ছাত্র আত্মঘাতী হয়েছে বলে জানা গিয়েছে। তবে এর পিছনে অন্য কোন কারণ রয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ।