নিজস্ব প্রতিবেদক: আগ্নেয়াস্ত্র- সহ ছয় দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার রাতে আউশগ্রামের হেদোগড়িয়া এলাকা থেকে তাদের ধরা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, লোহার রড, দড়ি-সহ বেশ কিছু সরঞ্জাম।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রেজাউল শেখ, আসফার মল্লিক, সামসুদ্দিন শেখ, মিঠুন খান, মনসা টুডু এবং বাবুসোনা মল্লিক। সবার বাড়ি আউশগ্রাম এলাকায়। মোড়বাঁধ এগারো মাইল সড়কে হেদোগড়িয়া বাসস্ট্যান্ডের কাছে পুলিশকর্মীরা টহল দিতে গিয়ে কয়েকজনকে জড়ো হয়ে থাকতে দেখেন। পুলিশ তাদের তাড়া করে ধরে ফেলে। পুলিশ জানায়, ধৃত রেজাউল শেখের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
বাকিদের কাছ থেকে লোহার রড়, লাঠি-সহ বেশকিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত রেজাউল ও আসফারকে হেফাজতে নিয়ে জেরা করবে পুলিশ।
উল্লেখ্য, শনিবার রাতে আউশগ্রামের ছোড়া কলোনিতে পুলিশকর্মীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই ডাকাতির ঘটনায় তারা যুক্ত রয়েছে কিনা জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ।