Top NewsArrested: উত্তর ২৪ পরগনায় গ্রেফতার তিন বাংলাদেশী সহ এক ভারতীয় দালাল

Arrested: উত্তর ২৪ পরগনায় গ্রেফতার তিন বাংলাদেশী সহ এক ভারতীয় দালাল

নিজস্ব সংবাদদাতা: সীমান্ত দিয়ে বেআইনিভাবে অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশী সহ এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করলো উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার পুলিশ। সূত্রে জানা গিয়েছে, বাগদার বৈকোলা মোড়ে তিন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ। তারপরই তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর, পুলিশ জানতে পারে তারা বাংলাদেশের নাগরিক। এবং তারা ভারতীয় দালালের মাধ্যমে চোরাপথে এই দেশে প্রবেশের চেষ্টা করছিল। এরপরই পুলিশ ওই তিন বাংলাদেশি ব্যক্তি সহ ভারতীয় এক দালালকে গ্রেফতার করে। ধৃত তিন বাংলাদেশির নাম আহাদুল সরদার, বিনয় বিশ্বাস ও সঞ্জীব মোল্লা। ভারতীয় দালালের নাম অনিরুদ্ধ বিশ্বাস। বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা এলাকায়। মঙ্গলবার ধূর্তদের বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ।