Top NewsFire News: ডেবরায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই কাপড় দোকান, তদন্তে পুলিশ

Fire News: ডেবরায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই কাপড় দোকান, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল পুরো কাপড় দোকান। গতকাল রাত্রি নটা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৭ নম্বর মলিহাটি অঞ্চলের মলিহাটি চৌরাস্তা এলাকায়। স্থানীয় বাসিন্দা ও দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কি কারণে আগুন লাগল তা এখনো জানা যায়নি। তবে  বজ্রপাত থেকে আগুন লেগেছে বলে দাবি স্থানীয়দের একাংশের। অগ্নিকাণ্ডে হতাহতের কোন খবর নেই। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে কালবৈশাখীর ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সময় ডেবরা ব্লকের মলিহাটি চৌরাস্তা এলাকায় একটি অভিজাত কাপড় দোকানে হঠাৎই আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ধোঁয়ায় ডেকে যায় পুরো এলাকা। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তে আশে পাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। 

তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে নিজেরাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ডেবরা থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। দমকল কর্মী ও স্থানীয়দের প্রায় চার ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কি কারনে আগুন লাগলো তা এখনো প্রশাসন সূত্রে জানা যায়নি। স্থানীয়দের দাবি ব্রজ্য পাতের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ আধিকারিকরা।