কলকাতাহাইকোর্ট চত্বরে ইউটিউব চ্যানেল 'বঙ্গ টিভির' সাংবাদিকের উপর হামলা

হাইকোর্ট চত্বরে ইউটিউব চ্যানেল ‘বঙ্গ টিভির’ সাংবাদিকের উপর হামলা

SQUARE BY NEWS: ডিজিটাল খবরের দুনিয়ায় বঙ্গ টিভির নাম অত্যন্ত জনপ্রিয়। এই চ্যানেলে বর্তমান সমাজে ঘটে চলা ভালো খারাপ সমস্ত ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। আর এই চ্যানেলের অন্যতম জনপ্রিয় সাংবাদিক মুখ হল রোজিনা রহমান। বিগত ৭ বছর ধরে তিনি নানা ধরনের ঘটনার খবর কভার করে আসছেন। কিন্তু এই ৭ বছরের কর্মজীবনে যেই ঘটনা তাঁর সঙ্গে ঘটেনি তা আজ ঘটায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছেন রোজিনা সহ গোটা পরিবার। জানা গিয়েছে গতকাল অর্থাৎ শুক্রবার কলকাতা হাইকোর্ট চত্বরের গেটের বাইরে পাশের বারান্দায় বাকি সাংবাদিকদের সঙ্গে তিনিও তাঁর ক্যামেরাম্যানের সঙ্গে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। হাতে ছিল বুম। আর তখনই কয়েকজন কালো কোট পড়া মহিলারা তাঁদের ওপর চড়াও হয়। প্রথমে বঙ্গ টিভি সংবাদসংস্থার ক্যামেরা পার্সনের ওপর চড়াও হয়। তাঁকে বাঁচাতে যখন সাংবাদিক রোজিনা রহমান এগিয়ে আসে তখন সবাই তখন তাঁর উপর রীতিমত আক্রমণ হানে। শেষে কোনো রকমে তাঁরা নিজেদের প্রাণ রক্ষা করে। আসলে সাংবাদিকরা যখন হাইকোর্টের বারান্দায় অপেক্ষা করছিল তখন তাঁদের সামনেই কয়েকজন আইনজীবী জটলা করে। তারপর হঠাৎ করেই ওনাদের মধ্যে থেকে কয়েকজন বঙ্গ টিভি সংবাদসংস্থার ক্যামেরা পার্সনের কাছে এসে অভিযোগ করে যে সে নাকি ভিডিও অন করে সবটা রেকর্ড করে। এরপর মারধর শুরু হয়। কিন্তু শেষে সব কিছু চেক করতে গিয়ে দেখা যায় কোনো ভিডিও করা হয়নি। আদালত চত্বরে সকলের সামনে এমন ধরনের ঘটনা ঘটে থাকে অবাক সংবাদসংস্থা। এরপরেই এক মুহুর্ত সময় নস্ট না করে সাদা কাগজে গোটা বিষয় নিয়ে সম্পূর্ণ অভিযোগ লেখেন সাংবাদিক রোহিনা রহমান এবং ক্যামেরা পার্সনকে সঙ্গে নিয়ে সোজা চলে যান হেয়ার স্ট্রিট থানায়। সেখানেই গোটা ঘটনার অভিযোগ করা হয়েছে। এদিকে স্ত্রীর এইরূপ অবস্থার কথা শুনে রীতিমত দুটি ছোট্ট সন্তানকে নিয়ে রোজিনার স্বামী দেখা করতে আসে। যদিও পরিস্থিতি এখন খানিক নিয়ন্ত্রিত থাকলেও গোটা বিষয় নিয়ে বেশ আতঙ্কিত হয়ে পড়েছে সাংবাদিক রোজিনা রহমান।