নিজস্ব সংবাদদাতা: গৃহবধূকে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে ধারালো অস্ত্রের কোপে খুনের চেষ্টায় চাঞ্চল্য। সোমবার বিকেলের পর ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার মির্জানগর এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় বছর ছাপ্পানোর সালেহা বিবিকে বারাসত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সালেহা বিবির বাড়িতে মুদিখানা দোকান রয়েছে।
সোমবার বিকেলেও তিনি দোকান খুলেছিলেন। তাঁদের বাড়ির ভাড়াটিয়া মুদির দোকানে এসেছিলেন জিনিস কিনতে। কিন্তু সালেহা বিবিকে দোকানে দেখতে না পেয়ে তিনি ডাকাডাকি শুরু করেন। সাড়াশব্দ না পেয়ে সেই ভাড়াটিয়া ঘরে ঢোকার মুখে গোঙানির শব্দ পান।
এর পরেই তিনি অন্য বাসিন্দাদের ডেকে নিয়ে ঘরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন সালেহা।
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গৃহবধূকে বারাসত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কী কারণে, কে বা কারা এই ঘটনা ঘটাল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।