কলকাতাপানশালার গায়িকাকে গাড়িতে তুলে ধর্ষণ

পানশালার গায়িকাকে গাড়িতে তুলে ধর্ষণ

SBN NEWS: পানশালার গায়িকাকে ধর্ষণের অভিযোগ। পানশালা থেকে গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে একটি নির্জন জায়গায় তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। এই ব্যাপারে মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুরো ঘটনাটি যাচাই করছেন হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকরা।পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম তৌসিফ আলি। ওই পানশালার কাছেই তার একটি চায়ের দোকান রয়েছে। হেয়ার স্ট্রিট এলাকার ডেকার্স লেনে ওই পানশালাটিতে কাজ করেন গায়িকা। অভিযুক্ত ব্যক্তি প্রায়ই পানশালায় মদ্যপান করার সময় গায়িকার গান শুনত। সেই সূত্র ধরেই ওই যুবতীর সঙ্গে ব্যক্তিটির পরিচয় হয়। গত সোমবার রাতে পানশালা বন্ধ হওয়ার পর ওই যুবক- যুবতীকে ঘোরাঘুরির পর তাঁর বাড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। এতে রাজি হন যুবতীও। যুবতীর অভিযোগ, তাঁকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে তাঁকে মাদক মেশানো পানীয় খাওয়ায়। তাঁকে গঙ্গার ধারে নিয়ে যায় ওই যুবক। স্ট্যান্ড রোডের একটি জায়গায় গাড়ি থামিয়ে তাঁকে জোর করে নামানো হয়। যুবতীর দাবি, এর পর তাঁর বিশেষ কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর তিনি অসুস্থ বোধ করেন। বুঝতে পারেন, তাঁকে ধর্ষণ করা হয়েছে। তিনি কোনওমতে বাড়ি ফিরে আসেন। মঙ্গলবার তিনি হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তখনকর মতো তৌসিফের সন্ধান পায়নি। যদিও পুলিশ আধিকারিকদের কাছে খবর আসে, মঙ্গলবার রাতে ফের যুবক ওই পানশালায় মদ্যপান করতে আসতে পারে। সে পানশালায় আসামাত্রই পুলিশ তাকে গ্রেপ্তার করে। বুধবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে তাকে পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেন বিচারক। এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ তদন্ত করছে। যে গাড়ি করে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল, সেটিরও সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।