রাজ্যKGP: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে সহস্র কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন...

KGP: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে সহস্র কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন বেলদায়

SBN NEWS: অযোধ্যা রাম মন্দির উদ্বোধন আগামীকাল। গোটা দেশ মেতে উঠেছে উৎসবের আমেজে। কেবল দেশ নয়, আগামীকাল ২২ জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত থাকলেন বিদেশের প্রতিনিধিরাও। উদ্বোধন একদিন আগে।

সহস্র কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা রাইস মিল প্রাঙ্গনে। গীতা পাঠের সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সহ জেলা নেতৃত্বরা। ইতিমধ্যে সনাতন ধর্মের মানুষেরা গীতা পাঠ করার জন্য ভিড় জমাচ্ছেন মাঠে।