SBN DIGITAL: লোকসভা ভোটের আগে ধাক্কা হাত শিবিরে। কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী। ইতিমধ্যেই দলের সর্বভারতীয় সভাপতি ও প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন কৌস্তভ। দলের সমস্ত পদ থেকেই ইস্তফা দিয়েছেন তিনি।
তাঁর কার্যত অভিযোগ, সর্বভারতীয় কংগ্রেস রাজ্যে তৃণমূলকেই গুরুত্ব দেয়। তাদের কাছে প্রদেশ কংগ্রেসের কোনও অস্তিত্বই নেই। আত্মসম্মান নিয়ে কংগ্রেসে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। চিঠিতে সে কথাও উল্লেখ করছেন তিনি।
এদিকে কৌস্তভ কংগ্রেস থেকে পদত্যাগ করায় তাঁর ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে জল্পনা শুরু হয়েছে। আগামীতে বিজেপিতে যোগদান করবেন কি না, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।