BlogAccident: সবংয়ের দশগ্রামে বাইক দুর্ঘটনা, গুরুতর আহত এক যুবক

Accident: সবংয়ের দশগ্রামে বাইক দুর্ঘটনা, গুরুতর আহত এক যুবক

নিজস্ব সংবাদদাতা: বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক যুবক। মঙ্গলবার (১৩.০২.২০২৪) রাত প্রায় সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার দশগ্রাম অঞ্চলের খাজুরি বাজার সংলগ্ন এলাকায়। আহত যুবকের নাম লালমোহন পড়িয়্যা। বাড়ি নেধুয়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি মোটর বাইক করে দুই যুবক পটাশপুর-তেমাথানি রাজ্য সড়ক ধরে দশগ্রামের দিকে যাচ্ছিল। খাজুরি বাজার ঢোকার মুখে রাজ্য সড়কের বাম ধারে থাকা একটি খুঁটিতে সজরে ধাক্কা মারে মোটরবাইক আরোহী। তৎক্ষণাৎ গাড়ি থেকে ছিটকে পড়ে যায় দুই যুবক। দুমড়ে মুছড়ে যায় মোটরবাইকটি। ঘটনায় গুরুতর আহত হয় লালমোহন পড়িয়্যা নামে এক বাইক আরোহী।

এদিকে এই ঘটনার খবর পেয়ে স্থানীয় সৃষ্টি ক্লাবের সদস্যরা ও এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে আহত যুবককে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে। পরবর্তীতে তাকে সবং গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।