বারাকপুর: ব্যানার লাগানো নিয়ে সমস্যা। এর জেরে দলবল নিয়ে সিপিএম কর্মীকে হেনস্তার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুক্রবার রাতে পানিহাটি পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের ঘোলা মানিকডাঙা এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানিকডাঙা এলাকায় সিপিএমের ব্রিগেড নিয়ে একটি ব্যানার লাগানো ছিল। সেই জায়গাতেই কাশ্মীরে জঙ্গিহামলার ইস্যুতে বিজেপির ব্যানার লাগানোকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত। এনিয়েই শুক্রবার রাতে সিপিএম কর্মী প্রীতম ভৌমিকের বাইক আটকে হেনস্তা ও হুমকির অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। তারপর থেকে আতঙ্কিত সিপিএম কর্মী ও তাঁর পরিবার। সিপিএম নেতা প্রাক্তন জেলা কমিটির সদস্য দুলাল চক্রবর্তীর হুঁশিয়ারি, “প্রতিবাদে রবিবার মিছিল হবে।
যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সংযত হয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে বলব। নাহলে আমরা দলগতভাবে প্রতিরোধ গড়ে তুলব।” বিজেপির কলকাতা উত্তর শহরতলির জেলা সভাপতি চণ্ডীচরণ রায় জানিয়েছেন, “বিজেপির এটা সংস্কৃতি নয়। তৃণমূলের দালালি করতেই সিপিএম এই মিথ্যা অভিযোগ তুলে বড় বড় কথা বলছে।”
সিপিএম কর্মীকে হেনস্তার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
