Top Newsদাঙ্গা বাধানোর ষড়যন্ত্র করছে বিজেপি ও আরএসএস", মন্তব্য মমতার! বাড়িতে ধাক্কা মেরে...

দাঙ্গা বাধানোর ষড়যন্ত্র করছে বিজেপি ও আরএসএস”, মন্তব্য মমতার! বাড়িতে ধাক্কা মেরে ফেলে দেয় কে সেটা বুঝতে পারেন না, উনি আবার সাড়ে ১০ কোটি লোকের প্রশাসন চালাবেন? মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ দিলীপের

SQUARE BY NEWS: বাংলায় দাঙ্গা বাধানোর ষড়যন্ত্র করছে বিজেপি ও আরএসএস। মিথ্যা প্রচার চালিয়ে পরস্পরের মধ্যে বিভেদের তৈরি করতে চাইছে। বিজেপি ও আরএসএসের পাতা এই বিপজ্জনক ফাঁদে পা না দিয়ে রাজ্যবাসীর কাছে মুখ্যমন্ত্রী আবেদন জানান, রাজ্যে শান্তি বজায় রাখার। মুখ্যমন্ত্রী এই মন্তব্যের পাল্টা দিলীপ ঘোষ বলেন, মমতা ব্যানার্জি খালি ভয় দেখান। এই অশান্তি হবে, আপনি কি করবেন? যদি কেউ অশান্তি করছে ধরুন আপনার কাছে পুলিশ প্রশাসন আছে। এইসব গল্প কতদিন চালাবেন? বাড়িতে ধাক্কা মেরে ফেলে দেয় কে সেটাই বুঝতে পারেন না। উনি আবার প্রশাসন চালাবেন সাড়ে ১০ কোটি লোকের? উনার দিন শেষ হয়ে গেছে। যান অবসর নিয়ে বাড়িতে শান্তিতে থাকুন। কেন এই বয়সে এত মিথ্যে কথা বলছেন? ফালতু কথা বলে সমাজে বিভ্রান্তি তৈরি করছেন। মানুষ আপনাকে রিজেক্ট করে দিয়েছে এটা বুঝতে হবে।