Top NewsBREAKING: ৪৫ ঘন্টা পর অবশেষে খড়গপুরে মোরাম খাদানের জলে ডুবে যাওয়া দুই...

BREAKING: ৪৫ ঘন্টা পর অবশেষে খড়গপুরে মোরাম খাদানের জলে ডুবে যাওয়া দুই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ খড়গপুরের আরামবাটি এলাকায় মোরাম খাদানে স্নান করতে নেমে জলে তলিয়ে যাওয়া দুই ছাত্রের দেহ উদ্ধার করল পুলিশ এবং উদ্ধারকারী দল। আকাশ সিং চৌহান (১৭)। সঞ্জীব রাও (১৯)। টানা ৪৫ ঘন্টা তল্লাশীর পর অবশেষে উদ্ধার হল দেহ। বৃহস্পতিবার থেকে উদ্ধারকারী দল মোরাম খাদানের জলে খুঁজতে নেমেও পায়নি দুই ছাত্রকে। তারপর শনিবার দুপুর ১টা ৪৫ নাগাদ দুই’জনের দেহ উদ্ধার হয়। খড়গপুর টাউন থানার পুলিশ দুই ছাত্রের মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে। এই ঘটনায় খড়গপুর শহর জুড়ে শোকের আবহ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে খড়গপুরের নিমপুরা ১৩ নম্বর ওয়ার্ডের চার পড়ুয়া আরামবাটি এলাকায় একটি মোরাম খাদানে সামনে বেড়াতে যায়। জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে মোরাম খাদানে স্নান করতে নেমে সেলফি তুলতে গিয়ে জলে তলে যায় আকাশ সিং চৌহান (১৭)। সঞ্জীব রাও (১৯)। দুই নামে পড়ুয়া। স্থানীয়দের কথায়, চার বন্ধু মিলে স্নান করতে নেমেছিল। তার মধ্যে আকাশ এবং সঞ্জীব সাঁতার না জানায় তলিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ এবং খড়গপুর দমকল বাহিনী-সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ছাত্রের খোঁজ শুরু করে। প্রায় ৪৫ ঘন্টা পর অবশেষে দুই ছাত্রের নিথর মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত পরশু বৃহস্পতিবার থেকে ওই মোরাম খাদানে ডুবুরী নামিয়ে তল্লাশি চালানো হয়। কিন্তু কোন খোঁজ পাওয়া যায়নি। অবশেষে ৪৫ ঘন্টা পর ২ পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের তরফে দেহ সনাক্ত করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। সাঁতার না জানার কারণেই কি মৃত্যু?  নাকি এর পিছনে রয়েছে অন্য কোন কারণ? তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ।