Top Newsশালবনীতে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার, ঘটনার তদন্তে পুলিশ

শালবনীতে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার, ঘটনার তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা: বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ১০ নম্বর কর্ণগড় অঞ্চলের মোহনপুর এলাকায়। মৃত বিজেপি কর্মীর নাম মিঠুন খামরুই। বয়স ৩৫ বছর। বাড়ি কর্নগড় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ মোহনপুর এলাকায় পারাং নদীর খালে কালভার্টের নিচে বিজেপি কর্মী মিঠুন খামরুয়ের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন কৌতুহলী মানুষজন। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শালবনী থানার পুলিশ। তারপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

অন্যদিকে মৃত বিজেপি কর্মীর বাবা রাম খামরুইয়ের অভিযোগ,২০২১ সালে প্রায় একমাস ঘরছাড়া ছিল তাদের পরিবার। পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরলেও চলত শাসকদলের হুমকি। যদিও মৃত বিজেপি কর্মী ছেলে সৌভিকের দাবি, বাবা গতকাল বিকেলে মেলায় গিয়েছিল। সেখানে মনে হয় বন্ধুদের সঙ্গে মদ্যপান করেছিল। বন্ধুরাই হয়তো বাবাকে মেরে দিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।