Top Newsডেবরায় ক্যানেল থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

ডেবরায় ক্যানেল থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা: ক্যানেল থেকে এক অজ্ঞতা পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সোমবার সাতসকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার বালিচক রেলগেট সংলগ্ন ক্যানেলে।

জানা গিয়েছে, আজ সকালে স্থানীয় বাসিন্দাদের হঠাৎই ক্যানেলে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এদিকে এই ঘটনার খবর পেয়ে ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে। খুন নাকি ? এর পিছনে রয়েছে অন্য কোন কারণ তার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আজ খড়গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানা গেছে।