নিজস্ব প্রতিনিধি: তৃণমূল পঞ্চায়েত সদস্যর বাড়ি থেকে সালার ১০ টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভরতপুর-২ ব্লকের মালিহাটি কান্দরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য শ্যামপুল শেখ।
শুক্রবার রাতে ওই পঞ্চায়েত সদস্যের কান্দরা খাদিমপুরের বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১০ টি তাজা বোমা উদ্ধার করে। অবশ্য ওই পঞ্চায়েত সদস্য তখন বাড়িতে ছিলেন না। উল্লেখ্য জোর আগেই শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বের ফলে বোমাবাজিতে মৃত্যু হয় এক ব্যক্তির।
সেই থেকেই ব্যাপক উত্তেজনা রয়েছে ওই এলাকায়। এই পরিস্থিতিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে মজুত বোমা উদ্ধার হতেই নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে কেন এবং কোন উদ্দেশ্যে ওই বোমা মজুত করা হয়েছিল পুলিশ তদন্ত শুরু করেছে।