BlogBomb Recovery: নির্বাচনের আগে কাটোয়া ও আউশগ্রামে বোমা উদ্ধার

Bomb Recovery: নির্বাচনের আগে কাটোয়া ও আউশগ্রামে বোমা উদ্ধার

SBN NEWS: কাটোয়া ও আউশগ্রাম এলাকা মিলে উদ্ধার হল বেশকিছু তাজা বোমা। সোমবার সিআইডি বম্ব স্কোয়াড এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। কাটোয়ার গাঙ্গুলিডাঙ্গা ও শ্রীখন্ডের মাঝামাঝি এলাকায় রয়েছে প্রস্তাবিত তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ঘেরা জমিটি। তার উল্টো দিকে মাঠে বর্ধমান-কাটোয়া রাজ্যসড়কের পাশে একটি পলিথিনের থলির মধ্যে বেশকিছু বোমা পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজনের নজরে পড়ার পর তারা পুলিশকে খবর দেন। পুলিশ ওই জায়গা ঘিরে রেখে বম্ব স্কোয়াডকে খবর দেয়। প্রায় ১২টি বোমা উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর। বম্ব স্কোয়াড এদিন এলাকায় এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। অন্যদিকে এদিনই আউশগ্রামের আসিন্দা গ্রামে উদ্ধার হল কয়েকটি তাজা বোমা। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সোমবার আসিন্দা গ্রামের পাশে মাঠে বেনাঝাড়ের মধ্যে একটি প্লাস্টিকের কৌটো পড়ে থাকতে দেখা যায়। মাঠে যাওয়ার সম সময় কৃষকদের নজরে পড়ে। খবর দেওয়া হয় পুলিশকে। এরপর আউশগ্রাম থানার পুলিশ বম্ব স্কোয়াডকে খবর দেয়। পরে  বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়।