নিজস্ব সংবাদদাতাঃ দুর্গা পুজোয় থিমের চমকের সঙ্গে বাঙালি ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গিয়েছে। কিন্তু এবার সরস্বতী পুজোতেও থিমের ঝলকানি, তাও প্রত্যন্ত গ্রামীণ এলাকায়! থিমের সরস্বতী পুজো করে তাক লাগিয়ে দিয়েছে সবং ব্লকের ভিষিন্ডিপুর যুক্তেশ্বর বিদ্যায়তন হাইস্কুল। তাদের থিমের বিষয় ‘বুদ্ধের নির্বাণ লাভ’।
রবিবার সরস্বতী পুজো। তবে তিথি অনুযায়ী রবিবার থেকেই পড়ে যাচ্ছে পঞ্চমী। তার আগেই ভিষিন্ডিপুর যুক্তেশ্বর বিদ্যায়তন হাইস্কুলের এই থিমের সরস্বতী মণ্ডপের দ্বার খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। আর এই থিমে পুজো দেখে ব্যাপক খুশি এলাকার মানুষ।
এই থিমের বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক শুভাশিস মাইতি বলেন, ” বিশ্ব উষ্ণায়ন দূর করার বার্তা দিতেই তাঁরা এমন একটি থিম বেছে নিয়েছেন বলে জানান। ভাবনা ব্যাখ্যা করতে গিয়ে শুভাশিসবাবু বলেন, থিমের নাম দেওয়া হয়েছে ”বুদ্ধের নির্বাণ লাভ’। এককালে বটগাছের ছায়া তলে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন গৌতম বুদ্ধ, শুধু তাই নয় অন্যদিকে পরিবেশ বাঁচানোর আহ্বান জানিয়ে প্রাচীন বটগাছ সংরক্ষণ এর সচেতনতা গড়ে তুলতে ছাত্র-ছাত্রীদের এই উদ্যোগ। সহযোগিতা করেছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। সরস্বতী পুজো উপলক্ষে এমন অভিনব আয়োজনে খুশি সকলে।