কলকাতাBIG BREAKING: ২০১৬-র পুরো প্যানেল বাতিল করল কলকাতা হাইকোর্ট! সুদ সমেত ফেরত...

BIG BREAKING: ২০১৬-র পুরো প্যানেল বাতিল করল কলকাতা হাইকোর্ট! সুদ সমেত ফেরত দিতে হবে বেতন

SBN NEWS DIGITAL: মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনও চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিৎ নয়। সোমবার স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। ফলে এসএসসি নিয়োগ মামলায় বাতিল হল ২৫,৭৫৩ জনের চাকরি। ২০১৬ সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন তাঁরা। ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করা হয়েছে।

পাশাপাশি আগামী চার সপ্তাহের মধ্যে মেয়াদ উত্তীর্ণ প্যানেলের চাকরিপ্রার্থীদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। সুদ সমেত ফেরত দিতে হবে বেতন। সমস্ত ওএমআর শিটের কপিও আপলোড করতে নির্দেশ দিয়েছে আদালত। এসএসসিকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার কথাও বলেছে আদালত। যাকে প্রয়োজন সিবিআই হেপাজতে নেওয়া যাবে। এদিন ২৮১ পৃষ্ঠার রায়কে ভাগ করা হয় বিভিন্ন অংশে।

এদিন স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এ নিয়োগ দুর্নীতি মামলার রায়দান ছিল কলকাতা হাইকোর্টে। শুনানি শেষে ৩৩ দিনের মাথায় রায় শোনান বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদির স্পেশাল ডিভিশন বেঞ্চ।

এই রায়ের উপর নির্ভর করছিল প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ। কাজেই রায়ের দিকে নজর ছিল গোটা রাজ্যের। ২০১৬ সালের চতুর্থ ও তৃতীয় শ্রেণির কর্মী নিয়োগ, নবম-দশম ও একাদশ-দ্বাদশে শিক্ষক সমস্ত নিয়োগ বাতিল করে দিল হাইকোর্ট। ফলে ভোটের আগে বড় ধাক্কা খেল রাজ্য সরকার।