Top NewsPURBA MEDINIPUR: নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে গাড়ির ধাক্কা, আহত ১

PURBA MEDINIPUR: নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে গাড়ির ধাক্কা, আহত ১

নিজস্ব সংবাদদাতা: নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকা গাড়ি গিয়ে ধাক্কা মারল বিদ্যুতের পোস্টে। উপড়ে যায় পোস্টটি। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার অযোধ্যাপুর এলাকায়। তবে অক্ষত গাড়ির চালক। চালককে উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। ঘটনায় অল্পবিস্তর আহত হয়েছেন ওই গাড়িতে থাকা এক যাত্রী। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে মারুতি গাড়ি তেমাথানি-পটাশপুরের দিকে যাচ্ছিল। হঠাৎই অযোধ্যাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে মারুতিটি। ঘটনায় উপরে যায় পোস্টটি। মারুতি থেকে ছিটকে পড়ে যায় গাড়ির চালক। বিকট আওয়াজ শুনে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে গাড়ির চালক ও এক যাত্রীকে উদ্ধার করে। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ গিয়ে গাড়িতে উদ্ধার করে থানায় নিয়ে যায়।