SBN NEWS: নিয়োগ দুর্নীতিতে ফের তদন্তের অগ্রগতি সম্পর্কে সিবিআইকে প্রশ্ন করল আদালত। মঙ্গলবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ, তাপস মণ্ডলের জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবীরা।
সিবিআইয়ের নিজস্ব আদালতেই মামলার শুনানি হয়। কুন্তল ঘোষের আইনজীবী আদালতে তাঁর আবেদনে জানান, কুন্তল কাউকে চাকরি পাইয়ে দেননি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি চাকরিপ্রার্থীদের কাছ থেকে আদালতে মামলা করার নামে টাকা নিয়েছেন। এই মামলায় কোনও সরকারি কর্মচারীও যুক্ত নন।
এর পরই বিচারক সিবিআইয়ের আইনজীবীকে তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রশ্ন করেন। সিবিআইয়ের আইনজীবী আদালতে তাঁর আবেদনে জানান, কুন্তল চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন। তাপস মণ্ডল ও মামলার অন্য অভিযুক্তদের সঙ্গে কুন্তলের টাকা লেনদেনের প্রমাণ মিলেছে। এই মামলায় তদন্তের অগ্রগতি হচ্ছে। কেস ডায়েরিতে তার উল্লেখ রয়েছে।