নিজস্ব প্রতিবেক: ফের আক্রান্ত CBI। দেশজুড়ে সাড়া ফেলে দেওয়া নিট (NEET) দুর্নীতি মামলা। সেই মামলার তদন্তে গিয়ে আক্রান্ত হতে হল কেন্দ্রীয় এজেন্সিকে। তদন্তে বিহারে গিয়ে গ্রামবাসীদের হাতে কার্যত গণপিটুনি খেলেন সিবিআই অধিকারিকরা।
ভাঙচুর চালানো হল কেন্দ্রীয় এজেন্সির গাড়িতে। এই ঘটনায় রীতিমতো রাজনৈতিক তরজা শুরু হয়েছে। স্থানীয় পুলিশের সহযোগিতায় সিবিআইয়ের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে।