নিজস্ব সংবাদদাতা: পথ দুর্ঘটনায় মৃত্যু হল সিভিক ভলেন্টিয়ারের গতকাল শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার কুসুম ডহরি এলাকায়। মৃত সিভিক ভলেন্টিয়ার এর নাম খোকন আহির। বয়স ২৯ বছর। তিনি গোয়ালতোড় থানার সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ওই সিভিক ভলেন্টিয়ার চন্দ্রকোনা রোড এলাকায় গাজন উৎসব দেখতে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় কবলে পড়ে সিভিক ভলেন্টিয়ার। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রথমে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই সিভিক ভলেন্টিয়ারকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। সেখানে তার চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় বলে জানা গিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে পুলিশ মহল থেকে শুরু করে ওই সিভিক ভলেন্টিয়ারের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
BREAKING: পথ দুর্ঘটনায় মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের, এলাকায় শোকের ছায়া
