Top Newsখণ্ডঘোষে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব, আহত ৩

খণ্ডঘোষে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব, আহত ৩

নিজস্ব প্রতিবেদক: ভোট মিটতেই খণ্ডঘোষে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বে সংঘর্ষ বাধল দুই পক্ষের। জখম হয়েছেন তিনজন। এই ঘটনায় অস্বস্তিতে তৃণমূলের জেলা নেতৃত্ব। তৃণমূলের অঞ্চল সভাপতি ও তাঁর দলবলের উপর আক্রমণের অভিযোগ উঠল ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার খণ্ডঘোষ বিধানসভা এলাকায় ভোট পর্ব মিটেছে। তার একদিন পরেই শাসক দলের গোষ্ঠী সংঘর্ষ বাধল। সোমবার রাতে খণ্ডঘোষের উখরিদ গ্রামে শেরপাড়ায় একটি জায়গায় বসে ছিলেন উখরিদ অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ হাবিবুর রহমান ও তাঁর অনুগামীরা। সেইসময় একদল দুষ্কৃতী বাইক নিয়ে এসে তাঁদের উপর হামলা চালায়। তারা রড, লাঠি ও টাঙ্গি নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ। এরপর দুই পক্ষের সংঘর্ষ বাধে। সংঘর্ষে পাঁচজন জখম হন। অঞ্চল সভাপতি, তাঁর ছেলে শেখ মেহবুব রহমান ও ভাইপো শেখ মাইনুল রহমান গুরুতর জখম হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেহবুব রহমানের অভিযোগ, তাঁরা খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগের অনুগামী। বিধায়কের সঙ্গে ব্লক সভাপতির সম্পর্ক ভালো নয়। সেই কারণেই ব্লক সভাপতির নির্দেশে তাঁদের উপর হামলা চালানো হয়েছে। এলাকায় কাজের বরাত পাওয়া নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সেই কারণেই দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে। ঘটনায় জড়িতদের নাম উল্লেখ করে খন্ডঘোষ থানায় অভিযোগ দায়ের করেছেন অঞ্চল সভাপতির স্ত্রী আসমাতারা বেগম শেখ। পুলিশ ঘটনায় যুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে। তৃণমূলের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম বলেন, “দুই পাড়ার মধ্যে অশান্তির কারণে এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে রাজনৈতিক কোনও যোগাযোগ নেই।” বিধায়ক নবীন চন্দ্র বাগ বলেন, “এই ঘটনা প্রশাসনকে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানাচ্ছি আমরা।”