বিনোদনইডির দরবারে কমেডিয়ান কপিল শর্মা

ইডির দরবারে কমেডিয়ান কপিল শর্মা

SBN Digital: ইডির কাছে গেলেন কমেডিয়ান-অভিনেতা কপিল শর্মা(Kapil Sharma)। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর কাছে গাড়ি ডিজাইনার দিলীপ ছাবরিয়ার নামে অভিযোগ জানালেন কপিল। তার অভিযোগ, অবৈধ উপায়ে দিলীপ তাঁর কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করেন।কপিল আরও বলেন, ‘ডিসি মোটর-এর মালিক একটা কাস্টোমাইজ গাড়ি ডেলিভারি না দিতে পারার দোষ পাল্টানোর চেষ্টাও করেন।’ দিলীপ ছাবরিয়া ২০২০ সালে প্রতারণার মামলায় জেলবন্দী ছিলেন। ইডি মানি লন্ডারিং মামলায় দিলীপের বিরুদ্ধে কপিলের প্রতিনিধি মহম্মদ হামিদের অভিযোগপত্র দায় করেন। ২৬ ফেব্রুয়ারি তাদের হাজির হতে বলা হয়েছে।