SBNNEWS: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বলেছেন, ছুটির দিনে জনসমাগম ও বিশ্বব্যাপী সবচেয়ে গুরুত্বপূর্ণ করোনা ধরনের বিস্তারের কারণে গত মাসে কোভিড-১৯-এর সংক্রমণ বেড়েছে।
ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন,ডিসেম্বরে বিশ্বব্যাপী প্রায় ১০ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই সময় বিশ্বের প্রায় ৫০টি দেশে করোনায় হাসপাতালে ভর্তি ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বেশিরই ভাগ ইউরোপ ও আমেরিকার মতো দেশগুলোতে।
তেদরোস আধানোম বলেন, এটি ‘নিশ্চিত’ যে অন্যান্য জায়গায় সংক্রমণ বাড়ছে, যার সব জানা যাচ্ছে না বা রিপোর্ট করা হচ্ছে না। তিনি সব দেশের সরকারকে নজরদারি বজায় রাখতে এবং চিকিৎসা ও টিকা সরবরাহ অব্যাহত রাখার আহ্বান জানান।