SBN NEWS: কলকাতায় ছাত্র সংগঠনের শীর্ষপদেও মুখ বদল করল সিপিএম। এসএফআইয়ের কলকাতা জেলার সভাপতি ও সম্পাদক পদে মহিলা মুখকে বসানো হল। সভাপতি নির্বাচিত হয়েছেন বর্ণনা মুখোপাধ্যায় ও সম্পাদক নির্বাচিত হয়েছেন দিধীতি রায়। এসএফআইয়ের কোনও জেলা কমিটির দুই শীর্ষ পদে মহিলা মুখ কার্যত ব্যতিক্রমী বলেই মনে করছে রাজ্য সিপিএমেরই একাংশ। কলকাতা জেলা ছাত্র সংগঠনের শীর্ষ পদে কাদের বসানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয় সিপিএমের কলকাতা জেলা পার্টির সম্পাদকমণ্ডলী।
সূত্রের খবর, ছাত্র সংগঠনের দুই শীর্ষ পদেই মহিলা মুখ আনার ক্ষেত্রে জেলা সিপিএমের মধ্যে দ্বিমত ছিল। মূলত সভাপতি পদটা নিয়ে। কিন্তু কলকাতা পার্টির সংখ্যাগরিষ্ঠ অংশের চাপে সভাপতি পদেও মহিলা মুখ হিসাবে বর্ণনা মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। সংখ্যালঘু হয়ে পড়ে পার্টির কট্টরপন্থী শিবির। মনে করা হচ্ছে, তরুণ ব্রিগেডে মহিলা মুখকে আরও বেশি করে সামনে নিয়ে আসার চেষ্টা করছে সিপিএম। মীনাক্ষী মুখোপাধ্যায়য়ের মতো আরও তরুণীকে তুলে আনতে চাইছে পার্টি। সেটাই এবার এসএফআইয়ের কলকাতা জেলা সম্মেলন থেকে স্পষ্ট। দিধীতি এবং বর্ণনা, দুজনেই উত্তর ২৪ পরগনার। অতীতে কলকাতা জেলা এসএফআইয়ের কনীনিকা ঘোষ, সভাপতি হয়েছিলেন মধুজা সেনরায়। কিন্তু সভাপতি ও সম্পাদক দুই পদেই মহিলা মুখ নিয়ে আসা এই প্রথম। দেশ রক্ষা আর লেখাপড়া বাঁচানোর স্লোগানকে সামনে রেখে শনিবার রাতে শেষ হয়েছে এসএফআইয়ের কলকাতা জেলার সম্মেলন। বৃহস্পতিবার কলেজ স্ট্রিটে সমাবেশের মধ্যে দিয়ে শুরু হয়েছিল সম্মেলন। কলকাতা জেলা এসএফআইয়ের প্রাক্তন সভাপতি দেবাঞ্জন দে-কে ছাত্র সংগঠনের রাজ্য কমিটির শীর্ষ পদে নিয়ে যাওয়া হতে পারে বলে খবর। এসএফআইয়ের রাজ্যসম্মেলন শুরু হচ্ছে মালদহে। এসএফআইয়ের রাজ্য কমিটির সভাপতি অথবা সম্পাদক পদে দেবাঞ্জন দে-কে বসানো হতে পারে বলে খবর।