Top Newsখড়গপুর আইআইটিতে ছাত্রীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সিপিএমের

খড়গপুর আইআইটিতে ছাত্রীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সিপিএমের

নিজস্ব প্রতিবেদক: খড়গপুর আইআইটিতে ছাত্রীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে সোমবার বিক্ষোভ দেখালো সিপিএম। আইআইটি প্রবেশ গেটে ডিরেক্টর এবং সিকিউরিটি অফিসারের কুশপুতুল নিয়ে বিক্ষোভ দেখায় তারা।

১৭ জুন দেবিকা পিল্লাই নামে তৃতীয় বর্ষের এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। তার আগে ২০২২ সালে ফাইজান আহমেদের দেহ উদ্ধার করেছিল পুলিশ। আসামের তিনসুকিয়ার বাসিন্দা ফাইজান এর দ্বিতীয়বার ময়না তদন্ত হয়েছিল হাইকোর্টের নির্দেশে। পর পর পড়ুয়ার মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন বিক্ষোভ দেখায় সিপিএম।

কুশপুতুল দাহ করার পাশাপাশি খড়গপুর টাউন থানায় আইআইটি খড়গপুর কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানাবেন বলে জানান এদিনের বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে থাকা দক্ষিণ এরিয়া কমিটির সদস্য অমিতাভ দাস। তিনি বলেন, এই মৃত্যু মিছিল বন্ধ হোক।