নিজস্ব সংবাদদাতা: প্রাইভেট কারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আগুনে ঝলসে মৃত্যু হল স্বামী স্ত্রীর। সোমবার বিকেলে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার অন্তর্গত ভাদুতলা এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে প্রদীপ রায় ও স্বপ্না রায়ের। মৃত দুইজন স্বামী স্ত্রী। দুইজনের বাড়ি মেদিনীপুর শহরের মিত্র কম্পাউন্ড এলাকায়।
সূত্রে জানা গিয়েছে,প্রদীপ রায় ও স্বপ্না রায় দুইজন প্রাইভেটকারে করে পীড়াকাটা থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় উল্টো দিক থেকে পিঁড়াকাটা গামী একটি বাস যাচ্ছিলো। সময় দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে প্রাইভেট গাড়িটিতে তৎক্ষণাৎ আগুন লেগে যায়।
দুমড়ে মুছড়ে যাওয়ার ফলে এভেট গাড়ির ভেতর থেকে বেরোতে পারেননি স্বামী স্ত্রী। তখনই গাড়ির ভিতরে আগুনে ঝলসে মৃত্যু হয় দুইজনের। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মেদিনীপুরের দমকলের বাহিনী ও পুলিশ আধিকারিকরা।
ইতিমধ্যে পুলিশ দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে। কিভাবে দুর্ঘটনাটি ঘটলো তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে উচ্চপদস্থ আধিকারিকরা।